বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নেপালের জলবিদ্যুতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল নেপালের জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশকে সে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে গতকাল পাম্পা ভুসালের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নেপালের মন্ত্রী পাম্পা ভুসালের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের বাড়তি বিদ্যুৎ আমরা আমদানি করতে পারি এবং শীত মৌসুমে যখন তাদের বিদ্যুৎ উৎপাদন কমে যায় তখন আমাদের দেশ থেকে তারা বিদ্যুৎ নিলে দুই দেশই লাভবান হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর