শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

ছুটি শেষে প্রথম লেনদেনে দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ছুটি শেষে প্রথম লেনদেনে দরপতন শেয়ারবাজারে

ছয় দিন ছুটি শেষে শুরু হয়েছে শেয়ারবাজারে লেনদেন। গতকাল ছুটির পর প্রথম দিনের লেনদেনে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঈদের আগের শেষ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ। আর ঈদের পর প্রথমদিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪৩   পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৭টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৮  কোটি ৭০ লাখ টাকা। ডিএসইতে টাকার  পরিমাণে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের  শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ৫০ পয়সা কমে ১৪৮ টাকা ৪০ পয়সা লেনদেন শেষ হয়েছে বেক্সিমকো লিমিটেডের। দ্বিতীয় শীর্ষে থাকা জেএমআই হাসপাতালের ২৬ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৩০ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন  হয়েছে ১৪ কোটি ৮০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৪টির ও ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর