শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৯ ফেরি

রাজবাড়ী প্রতিনিধি

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করছে মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। ঈদে কর্মস্থলে যাত্রীদের পৌঁছাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রস্তুত রয়েছে ২১টি ফেরি। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। রাজবাড়ীর জেলা পুলিশ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল ঈদের পর অফিস আদালতের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ সেভাবে  দেখা যায়নি। তাই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। পৌনে ১২টার দিকে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়। বর্তমানে এ রুটে ১৯টি ফেরি চলাচল করছে। জানা যায়, আজ ও কাল দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় থাকবে। এই দুইদিন স্বস্তিতে মানুষ পদ্মা পাড়ি দিতে পারলে এবার ঈদ যাত্রা সুন্দর সফল হবে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, যাত্রীদের কর্মস্থলে ফেরা পর্যন্ত রাজবাড়ীর পুলিশ সদস্যরা দৌলতদিয়া ফেরিঘাটসহ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশে কাজ করছেন। তিনি বলেন, কর্মস্থলে যেতে যাত্রী ও যানবাহনের চাপ থাকবে। যাত্রীরা যেন তাড়াহুড়া না করে ধৈর্য ধরে নিয়ম মেনে পুলিশকে সহায়তা করেন। আশা করছি কর্মস্থলে ফেরাটাও সবার জন্য স্বস্তিদায়ক হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর