শিরোনাম
শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট পেতে বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ট্রেনের টিকিটের জন্য যেন যুদ্ধ। সংরক্ষিত ২ ভাগ  আর অনলাইনের ৪৯ শতাংশ টিকিট থাকছে সাধারণের নাগালের বাইরে। কাউন্টারে যে ৪৯ শতাংশ টিকিট বিক্রি হয়, সেখানেও ভাগ বসান ভিআইপিরা। আগের দিন রাত থেকে অনেকে অপেক্ষায়। ভোর থেকে সেই অপেক্ষার সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরেও অনেকে ফিরে গেছেন খালি হাতে।

ঈদের ছুটি শেষে গন্তব্যে পৌঁছাতে ট্রেনের টিকিট পেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল অফিস-আদালত খুলেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, বুধবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি করা হয় রাজশাহী স্টেশনে। তবে ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট পেতেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, সকাল ৮টার পর টিকিট ছাড়া হয়। কিন্তু অনলাইনে নির্দিষ্ট সময়ে ঢুকেও ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে না। সকালে রাজশাহী থেকে ঢাকাগামী অনলাইনে ট্রেনের টিকিট কিনতে চেষ্টা করেও সফল হননি বেসরকারি কলেজ শিক্ষক জাবিদ হোসেন। তিনি জানান, ৩০ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, পূর্বাঞ্চলে ঢাকা বিভাগে ৩ মে ঈদের দিন ট্রেন চলাচলসহ অন্যান্য কার্যক্রম চালু থাকলেও পশ্চিমাঞ্চলে তা বন্ধ ছিল। ফলে ৭ ও ৮ তারিখের টিকিট এক দিনেই দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর