শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না : স্থানীয় সরকার মন্ত্রী

লাকসাম প্রতিনিধি

কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। ভিক্ষুকের জাতি হওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি। দেশকে স্বাধীন করা হয়েছে পরাধীনতার শোষণ থেকে মুক্ত হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেক ভূমিহীন ও গৃহহীনের জন্য পাকা ঘর উপহার দিচ্ছেন। দেশে আর কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না। লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু অডিটরিয়ামে গতকাল উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, আওয়ামী লীগ নেতা অহিদ উল্যাহ মজুমদার, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের প্রমুখ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার প্রমুখ।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর