শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

বাবার খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমার বাবা আহসান উল্লাহ মাস্টারের খুনিদের বিচার চাই। যারা আমার বাবাকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আমাকে পিতৃহারা করল তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। গতকাল নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাবার আদর্শ নিয়ে রাজনীতি করছি। মানুষের পাশে থেকে এলাকার স্কুল, কলেজ, মাদরাসা ও মানুষকে সেবা দিয়ে আসছি। তেমনি আগামী দিনেও সবার সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নে কাজ করতে চাই। উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টার ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী সমাবেশে বিএনপি ও জামায়াত মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। কাল শনিবার তার ১৮ম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে টঙ্গী ও তার নিজ গ্রাম গাজীপুরের হায়দরাবাদে টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় নেতা-কর্মীদের কালোব্যাজ ধারণ। শহীদ  আলহাজ আহসান উল্লাহ মাস্টার এমপির মাজারে পুষ্পস্তবক অর্পণ। পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এমপি মো. জাহিদ আহসান রাসেল ও আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর