শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈদের আগের দিন ভোরে মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মার্কেটের ৭৫টি কাপড়ের দোকান ও গুদাম পুড়ে যায়। এতে অন্তত ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে লালদিঘী হকার্স মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন মার্কেটের ৫, ৬ ও ৭ নম্বর গলির সবকটি দোকানে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন মার্কেটের ১, ৩ ও ৪ নম্বর গলিরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি টিম এসে আগুন নেভানের চেষ্টা চালায়। কিন্তু মার্কেটের ভিতরের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে ঢুকতে বেগ পায়। সাড়ে তিন ঘণ্টার বেশি সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, অগ্নিকান্ডের পরদিন হকার্স মার্কেট পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবটুকু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর