শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দেশে রাজাকার ও আলবদরদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে রাজাকার, আলবদরদের দৌরাত্ম্য ও নৈরাজ্য বেড়ে গিয়েছিল। সব নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা-আখাউড়া উপজেলা চাকরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। তিনি চাকরিজীবীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি চাকরি ক্ষেত্রে সবাইকে ভালো ব্যবহার করতে বলেন। আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আলাউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া বকুল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

সাবেক কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম ও আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ অনিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর