শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

হাজী সেলিম বিদেশ গেলেন কোন আইনে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

হাজী সেলিম বিদেশ গেলেন কোন আইনে : রিজভী

বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার অনুমতি না মেলার মধ্যে আওয়ামী লীগ এমপি হাজী মো. সেলিমের বিদেশ গমন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে খালেদা জিয়ার জন্য এক আইন, আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে? এটাই কি আইনের শাসন! বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলেও সরকারের অনুমতি পাননি। তিনি সরকারের নির্বাহী আদেশে দুই বছর আগে মুক্ত হলেও দেশেই রয়েছেন। আইনি কারণে তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভবপর হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডিত ক্ষমতাসীন দলের এমপি হাজী সেলিমকে হাই কোর্ট আত্মসমর্পণের আদেশ দিলেও তার মধ্যেই চিকিৎসার জন্য গত শনিবার থাইল্যান্ড যান তিনি। 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর