শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

খুলনায় ট্রাকে চড়ে উচ্চ শব্দে গান, সড়কে উচ্ছৃঙ্খলতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঈদ আনন্দের নামে ট্রাকে চড়ে উচ্চ শব্দে গান বাজিয়ে উচ্ছৃঙ্খলতায় নেমেছে বখাটেরা। নগরীর বিভিন্ন সড়কে ও বাইপাসগুলোতে সাউন্ড সিস্টেম বাজিয়ে উঠতি বয়সী কিশোর-যুবকদের মাতামাতি বিরূপ পরিস্থিতি তৈরি করছে। সড়কের মধ্যে কোথাও মেয়েদের দেখলেই ট্রাক থামিয়ে সেখানে গানের তালে তালে নাচানাচি করছে। এমনকি বৃষ্টির সময়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সাউন্ড বক্স নিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে সড়কে চলাচল করেছে বখাটেরা। এতে জনজীবনে উদ্বেগ ও আতঙ্ক ছড়াচ্ছে। জানা যায়, নগরীর মজিদ সরণি, কেডিএ এভিনিউ, খুলনা-যশোর রোড, জিরো পয়েন্ট, রূপসা ব্রিজ রোড এলাকায় ট্রাক বা পিকআপে চড়ে ‘সাউন্ড সিস্টেম’ বাজিয়ে বখাটেদের সড়কে চলাচল করতে দেখা যায়। ট্রাফিক পুলিশ ও বিভিন্ন থানার সামনে দিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে চললেও ব্যবস্থা নেয় না প্রশাসন।

চাকরিজীবী আনোয়ার হোসেন জানান, উচ্ছৃঙ্খল কিশোর-যুবকদের রাস্তায় রাস্তায় উচ্চ শব্দে গান বাজানো এখন স্বাভাবিকতায় রূপ নিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এ অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ট্রাফিক পুলিশকে ট্রাকে বা পিকআপে করে উচ্চ শব্দে গান বাজিয়ে চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর