শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

ঈদ উপলক্ষে ১৭ হাজার কোটি টাকার রেকর্ড রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর ঈদ উপলক্ষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এ বছরও এক মাসে ১৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে। গত এপ্রিলে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল পর্যন্ত ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৬ টাকা ৪৫ পয়সা) ১৭ হাজার ৩৭২ কোটি টাকা। আগের মাসের চেয়ে প্রায় ১৫ কোটি ডলার বেশি। মার্চে রেমিট্যান্স এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। ব্যাংকাররা বলছেন, ঈদ উৎসব বা বিভিন্ন পার্বণ উপলক্ষে প্রবাসীরা দেশে  বেশি রেমিট্যান্স পাঠান। এর ধারাবাহিকতায় এবারও রমজানের শুরু  থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ছাড়া প্রবাসী আয়ে এখন আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। ব্যাংকে, ব্যাংক হিসাবের সঙ্গে মোবাইল ব্যাংকিংয়েও সহজে অর্থ পাঠাতে পারছেন প্রবাসীরা। ফলে সব মিলিয়ে ঈদে  বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এপ্রিল মাসের ২৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকে এসেছে ৩ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স বেড়েছে। ওই বছর সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে  দেশে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর