শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

আসামে বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আসামে চলতি মাসেই অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ মাসে আসামে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হচ্ছে নাকি শুধু দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সূত্র জানায়, সব ঠিকঠাক থাকলে চলতি মের ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি গৌহাটিতেই হতে যাচ্ছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। ২৮-২৯ মে গৌহাটিতেই ‘নদী’ বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। ওই কনক্লেভে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী  মোমেনকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকালের অনুষ্ঠানে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ-বিগ্রহ চলছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক কানেকটিভিটি ও শক্তি কীভাবে বাড়াতে পারি, তা নিয়ে আমরা আলোচনা করছি এবং আগামীতে আরও করব। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এ নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন একটি ঝামেলায় পড়ে গেছে এবং সে জন্য আমাদের দিকে তাকাচ্ছে বেশি করে। আমরা আরও আঞ্চলিক বৈঠক করব। প্রথমে আমরা দ্বিপক্ষীয়ভাবে করব এবং পরে আমরা অন্যদের সঙ্গে কথা বলব। পুরো অঞ্চলের উন্নতি হলে উন্নয়ন টেকসই হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, কভিড সময়ে আমরা একটি বার্তা সবাইকে দিয়েছি যে, আমরা এই পুরো অঞ্চলের উন্নতি চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর