শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

ডিসিদের প্রকল্প তদারকির প্রজ্ঞাপন বাতিল দাবি প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসকদের (ডিসি) প্রকল্পের তদারকির দায়িত্ব দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের প্রকৌশলীরা। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ঢাকা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আইইবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (৭ মে ‘ইঞ্জিনিয়ার্স ডে’) উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে আইইবি। ডিসিদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারির আদেশ প্রত্যাহারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)। আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদাসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোয় প্রকৌশলী পদায়ন করতে হবে; প্রকৌশলীদের পদোন্নতি নিশ্চিত করতে হবে; নিয়মবহির্ভূত আত্তীকরণ বন্ধ করতে হবে; অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদকে গ্রেড-২, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদকে গ্রেড-৩-তে উন্নীতকরণ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে  পদোন্নতির জন্য নির্বাহী প্রকৌশলী হিসেবে তিন বছর চাকরির শর্ত প্রবর্তন করতে হবে; পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করতে হবে।

বিসিএস বিভিন্ন প্রকৌশলভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থার প্রবর্তন করারও দাবি জানানো হয়। তাদের দাবির মধ্যে আরও রয়েছে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে ক্যাডারভুক্ত করা; প্রকৌশল ক্যাডার সার্ভিসে নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য পিএসসির আওতায় প্রকৌশল ক্যাডার সার্ভিস বিভাগ খোলা; প্রকৌশল ক্যাডার সার্ভিসে প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল প্রশাসন বিভাগ সৃষ্টি করার দাবিও জানান তারা। এ ছাড়া পূর্বতন বিসিএস (টেলিকম) ক্যাডারকে টেলিযোগাযোগ ও আইসিটি ক্যাডারে রূপান্তর ছাড়াও বিভিন্ন দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ খবর