শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

বরিশাল মহানগর মহিলা দলে ত্যাগীদের মূল্যায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর মহিলা দলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শরীফ তাসলিমা কালাম পলি। যিনি সিটি করপোরেশনের একাধিকবার সংরক্ষিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। গতকাল সকাল ১১টায় নগরীর পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়কে তাসলিমা কালাম পলির বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, জেলা কমিটির এক নেত্রীকে মহানগর মহিলা দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ওই নেত্রী মহানগর মহিলা দলের রাজনীতিতে কখনো অংশ নেননি। মহানগর মহিলা দলের নতুন কমিটি বাতিল করে ত্যাগীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সুদৃষ্টিও কামনা করেন। সংবাদ সম্মেলনে মহানগর মহিলা দলের সাবেক নেত্রী আফরোজা পারভীন, রাবেয়া বেগম ও সালমা বেগমসহ কয়েকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত পয়লা মে বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দলের সাবেক সভাপতি ফারহানা তিথি সভাপতি এবং পাপিয়া পারভীনকে সাধারণ সম্পাদক করে মহানগর মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মহানগর মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি ফারহানা তিথি বলেন, এখন পর্যন্ত কাউকে বাদ দেওয়া হয়নি। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

তবে সবাইকে কেন্দ্রের নেতৃত্ব ও সিদ্ধান্ত মেনে নিতে হবে। সংবাদ সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর