শিরোনাম
সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্র লুটেরাদের নিয়ন্ত্রণে : মন্টু

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আমাদের বুঝিয়ে দেয় রাষ্ট্র লুটেরাদের নিয়ন্ত্রণে। আমরা গণবিরোধী সরকার ও লুটেরাদের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব। গতকাল বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে দলীয় কার্যালয়ে গণফোরামের নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

সভায় সয়াবিন তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ মে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি নেওয়া হয়। সভায় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এ অবৈধ ক্ষমতাসীন সরকার জনগণের পক্ষে কোনো কাজই করে না। বরং কীভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ নিত্যনতুন কৌশলে জনগণের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের প্রমুখ আরও বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর