সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা
নৌপথের নিরাপত্তায় বিশেষ অভিযান

প্রথম দিনে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌপথের নিরাপত্তায় বরিশালে বিশেষ অভিযান শুরু করেছে নৌপরিবহন অধিদফতর। অভিযানের প্রথম দিন সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ১৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে নৌপরিবহন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদীতে অধিদফতরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নৌপরিবহন অধিদফতরের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নৌপথের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে নৌপরিবহন অধিদফতর। এর অংশ হিসেবে সকাল থেকে বিকাল পর্যন্ত কীর্তনখোলা নদীতে বিভিন্ন নৌযানের কাগজপত্র যাচাই করা হয়।

 এ সময় সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ৭টি স্পিডবোট, ২টি অয়েল ট্যাংকার, একটি বালুবাহী বলগেট এবং পণ্য বোঝাই ৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও কিছু নৌযানকে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদফতরের পরিদর্শক মো. হাবিবুর রহমান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর