সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

পুলিশ কর্মকর্তার ছেলেকে গণধোলাই দিয়ে থানায় দিল জনতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক যুবককে মারধর করে পালিয়ে যাবার সময় পুলিশ কর্মকর্তার ছেলে দীপ চৌহানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় গতকাল জামতলা হাজী ব্রাদার্স রোডের মৃত হাজী ইউনুসের ছেলে ভুক্তভোগী মাজহারুল ইসলাম সোহাগ বাদী হয়ে আটক দীপ চৌহান ও জাহিদ দুজনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। আটক দীপ চৌহান ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টির ময়নার বাড়ির ভাড়াটিয়া পুলিশের এসআই রবি চৌহানের ছেলে। রবি চৌহান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কর্মরত রয়েছেন। চলতি মাসেই তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে বদলি হয়ে আসার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে স্থানীয় যুবক সোহাগ মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে বাসায় ফিরছিলেন। গলির মোড়ে পৌঁছামাত্র তিন/চারজন তার পথ আটকিয়ে গালাগাল ও মারধর করে। এক পর্যায়ে তারা সোহাগের গলায় ছুরি ধরে। ওই সময় সোহাগ ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়।

এ সময় দীপ চৌহানকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাতে দীপ নামে এক যুবককে  আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে সোহাগ নামের এক যুবক বাদী হয়ে মামলা করেছেন।

                               

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর