মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

ইনশা আল্লাহ জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইনশা আল্লাহ জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশা আল্লাহ আবারও এ দেশের মানুষ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। দেশে শান্তি দরকার। স্থিতিশীলতা দরকার। এটি বজায় রাখার জন্য আওয়ামী লীগ দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে। গতকাল সকালে বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়ায় ‘পতিত জমিতে বোরো ধান আবাদের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষি সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. হারুন অর রশিদ, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুসহ অন্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন করুক, তারা সফল হবে না। বেগম খালেদা জিয়া দুর্নীতি করে জেলে। তাঁর ছেলে দুর্নীতি করে লন্ডনে পালিয়ে আছেন।

বাংলার মাটিতে তাদের আর ঠাঁই হবে না। তাদের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে জনসমর্থন আছে কি না।

হাওর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার হাওরে বেড়িবাঁধ সব ভেঙেছে তা নয়। আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। অনেক দুর্নীতিপরায়ণ অফিসারকে শাস্তির আওতায় আনা হয়েছে। হাওরে ৪ লাখ ৫২ হাজার হেক্টর জমির মধ্যে মাত্র ৭ হাজার হেক্টরের ফসল ক্ষতি হয়েছে এবারের বন্যায়। সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ইউএনও এবং কৃষি অফিসার সবাই রাত জেগে পাহারা দিয়ে এ বাঁধগুলো রক্ষা করছেন। দুর্যোগে ফসল নষ্ট হলে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়ার প্রতিশ্রুতি দেন কৃষিমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর