মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে ফাঁদে পড়তে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে ফাঁদে পড়তে হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গেলে প্রতারণার ফাঁদে পড়তে হবে। আওয়ামী লীগের নেতারা যা বলছেন তা মিথ্যা, প্রতারণার কথা বলছেন। ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হয়েছে তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, বিএনপিরও বোধহয় উপদেষ্টা। কেননা তিনি সর্বদা বিএনপিকে নিয়ে চিন্তায় থাকেন। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনে ইভিএমে ভোট নেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বহু দেশ এই পদ্ধতি চালু করেছিল। কিন্তু ত্রুটির কারণে পরে তা বাতিল করে দিয়েছে। আমরা যে স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, সেটা ব্যালট পেপারের মাধ্যমে দিতে হবে। তিনি বলেন, ওবায়দুল কাদের ফেয়ার নির্বাচন বলতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র কথা বুঝিয়েছেন কি না তা বোধগম্য নয়।

ফেয়ার নির্বাচনের একটি আওয়ামী ভার্সন রয়েছে, যা ১৪ বছরে দেশের মানুষ দিব্যচোখে অবলোকন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর