শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা
ভোটার তালিকা হালনাগাদ

চট্টগ্রামে প্রথম ধাপে ছয় উপজেলায় ২০ মে শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোটার তালিকা হালনাগাদ করতে চট্টগ্রামের ১৫ উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে। এবার প্রথম ধাপে ২০ মে শুরু হচ্ছে ছয় উপজেলায় হালনাগাদ কার্যক্রম। চলবে ৯ জুন পর্যন্ত। এরপর ১০ জুন শুরু হবে নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা)। নিবন্ধন কার্যক্রম একযোগে শুরু হলেও শেষ হবে ভিন্ন ভিন্ন সময়ে, বললেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায়  হালনাগাদ কার্যক্রম চালানো হবে। পরবর্তী ধাপে বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে সীতাকু  উপজেলায়, সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই,  লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারায় ৮ জুলাই। সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর