বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

অর্থ পাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনের চেম্বার আদালত এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। মনিরের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান সাংবাদিকদের বলেন, মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে অর্থ পাচার মামলায় হাই কোর্ট যে জামিন দিয়েছিল চেম্বার আদালত তা স্থগিত করেছে। তিনি বলেন, গত ২৮ এপ্রিল হাই কোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দিয়েছিল। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করি। এদিকে গত ১১ এপ্রিল এ মামলায় হাই কোর্টের আরেকটি বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয়।

 এরপর তিনি ভিন্ন আরেকটি বেঞ্চে গিয়ে জামিন আবেদন করেন। মামলা থেকে জানা যায়, সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম ২০২০ সালের ১১ মে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং (অর্থ পাচার) প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি করেন। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়। এরপর ওই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর