বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষা খাত নতুন করে সাজানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষা খাত নতুন করে সাজানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কভিড পরবর্তী বিশ্ব পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। তাই, চলমান পৃথিবীর সঙ্গে তাল মেলানোর পাশাপাশি আগামী দিনের উপযোগী দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষাখাতকে নতুন করে সাজানো হচ্ছে। এই মাষ্টারপ্লানে ই-লানিং এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজের লক্ষ্যে পৌঁছতে যত বাধাই আসুক হতাশ হওয়া যাবে না। করোনার দুই বছরে দেখা গেছে পৃথিবী আসলে কত নিষ্ঠুর! পেশাগত জীবনে সততা, দক্ষতার পাশাপাশি মানবিকগুণও ফুটিয়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল।

সর্বশেষ খবর