বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

শফিকুল ফের ট্রেনের টিকিট পরীক্ষা শুরু করেছেন

পাবনা প্রতিনিধি

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) বহুল আলোচিত শফিকুল ইসলাম আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠে কর্তব্য পালন শুরু করেছেন। তিনি গতকাল বেলা ১২টায় ঈশ্বরদী জংশনে এই ট্রেনে ওঠেন। ৭২৭ আপ রূপসা এক্সপ্রেসের পরিচালক (গার্ড) ছিলেন আল-আমিন শেখ। 

শফিকুল গত সোমবার পুনর্বহালের অফিস আদেশ পান এবং গতকাল ঈশ্বরদী জংশন স্টেশনে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক কার্যালয়ে স্বপদে যোগদানের রিপোর্ট জমা দেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, পাকশী বিভাগীয় রেলওয়ের ঈশ্বরদী  হেডকোয়ার্টারের ভারপ্রাপ্ত টিটিই ইন্সপেক্টর বরকতুল্লাহ আলামিনের কাছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডার (নং ২৮৬, তাং ৮  মে-২০২২) দেওয়া হয়। 

সোমবার সকালে ঈশ্বরদী জংশন স্টেশন টিটিই অফিসে উপস্থিত হয়ে যোগদানের আবেদনপত্রটি জমা দেওয়ার পর থেকে পুনরায় দায়িত্ব কাঁধে পড়েছে শফিকুল ইসলামের।

বিনা টিকিটে ভ্রমণের দায়ে রেলপথ মন্ত্রীর তিন আত্মীয়কে ৫ মে দিবাগত রাতে জরিমানা করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন টিটিই শফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে শফিকুলকে পুনর্বহাল করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর