বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

১৯ বছর আত্নগোপনে থাকা ফাঁসির আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১৯ বছর ধরে নাম পাল্টে আত্মগোপনে থাকা হত্যা মামলার ফাঁসির আসামি বেলাল ফরাজীকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি বাগেরহাটের বহরবুনিয়া গ্রামের আবদুল মজিদ ফরাজীর ছেলে।

জানা যায়, ২০০৩ সালের ১৫ জুলাই পূর্বশত্রুতার জের ধরে বাগেরহাটের মোরেলগঞ্জের জাফর জোয়াদ্দার নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ২০১৪ সালের ২৬ জুন আদালতের রায়ে বেলাল ফরাজীকে মৃত্যুদন্ড দেওয়া হয়।

এদিকে ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা বেলাল ফরাজীকে গ্রেফতারে অভিযান চালায় খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেলাল ফরাজী নাম পাল্টে দুলাল মিস্ত্রি হিসেবে চট্টগ্রামের মিরেরসরাই ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে আছে। পরে অভিযান চালিয়ে সোমবার তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। গতকাল খুলনার লবণচরা র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‌্যাব কর্মকর্তারা জানান, ২০০৩ সালে জাফর জোয়াদ্দারকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেলাল ফরাজীসহ তার সহযোগীদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর