বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

সিলেটে রায়হান হত্যায় স্ত্রী তান্নীর সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মহানগর দায়রা জজ আদালতে মামলার বাদী ও রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী সাক্ষ্য প্রদান করেন।

আজ রায়হানের মা সালমা বেগম ও চাচার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৬৯ জনকে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি নওশাদ আহমেদ চৌধুরী জানান, মামলার বাদী তাহমিনা আক্তার তান্নীর সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের প্রস্তুতি নেই বলে সময় চান। আদালত তাদেরকে এক দিন সময়ে দিয়েছে। আজ তারা বাদীকে আবার জেরা করবেন। জেরা শেষ হওয়ার পর আরও দুজন সাক্ষী স্ট্যান্ডবাই আছেন, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়হান হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে পিটিশন দিয়েছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর