বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

ফের টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে ১৬ মে

বিশেষ প্রতিনিধি

আগামী ১৬ মে থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্র্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। সংস্থাটি গণমাধ্যমকে জানিয়েছে- সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে আগামী ৩০ মে পর্যন্ত। সারা দেশে ২৫০ থেকে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করবে টিসিবি। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি আরও বলেছে- বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম চলবে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা একবারে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল নিতে পারবেন। আর ছোলা নিতে পারবেন চাহিদা অনুযায়ী।

রমজানে বিক্রির জন্য টিসিবি যে ছোলা সংগ্রহ করেছিল সেগুলো পুরো বিক্রি হয়নি। নতুন বিক্রি কার্যক্রমে অবশিষ্ট ছোলা বিক্রি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর