শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতাসহ সাত দফা দাবিতে রংপুরে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা, পে-কমিশন গঠনসহ সাত দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গতকাল রংপুর টাউন হলে প্রাথমিক শিক্ষক সমিতি রংপুরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী, সমন্বয়ক নিজামুল হক ভূঁইয়া মিলন, লুৎফর রহমান, আনোয়ারুল ইসলাম তোতা, শাহ মো. মামুন, আনিছুর রহমানসহ অন্য নেতারা। সাত দফা দাবির মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ঘোষণা, বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের লক্ষ্যে পে-কমিশন গঠন, দশম ধাপে স্কেল নির্ধারণ, পদ-পদবি ও গ্রেড পরিবর্তন, দশম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পেনশন প্রদান, আউট সোর্সিং বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সমন্বয় করে সব ভাতা বৃদ্ধিকরণ। সমাবেশে রংপুর বিভাগের আট জেলার সব বিভাগের সরকারি কর্মচারীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর