শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

৪৬ হাজার ১৫০ লিটার ভোজ্য তেল উদ্ধার

চার জেলায় অভিযান

প্রতিদিন ডেস্ক

চার জেলায় গতকাল অভিযান চালিয়ে ৪৬ হাজার ১৫০ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়। এর মধ্যে বগুড়ায় ৩১ হাজার ৮, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাড়ে ১১ হাজার, নোয়াখালীতে ২ হাজার ৩৫০ ও চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে এই বিপুল পরিমাণ তেল খুচরা ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অসৎ উদ্দেশ্যে এ তেল মজুদ করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : শেরপুরে ফকির ওয়েল মিলের গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তেল মজুদ রাখার দায়ে মুনাফাখোর ওই ব্যবসায়ীকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইলে বিসমিল্লাহ অয়েল ভাণ্ডারের গুদামে সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে মালিক রমজান মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। পরে সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়। এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভোক্তা অধিকার অধিদফতর জেলার সহকারী পরিচালক কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে এ অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর