রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নিত্যপণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে

প্রতিবাদ সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, প্রত্যেকটি জিনিসের দাম আকাশছোঁয়া। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে যে সব সিন্ডিকেট রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের এবি পার্টির ঢাকা মহানগর উত্তর সমাবেশের আয়োজন করে।

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আবদুল ওহাব মিনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বক্তারা বলেন, একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও আজ শত কোটি টাকা লুট করে পাচার করেছে। পাচার এমন অবস্থায় গেছে আগামী ছয় মাসের মধ্যে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর