মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

দেশ দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

দেশ দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে জনগণের অবস্থা করুণ। দুর্বিষহ সংকট প্রচন্ড গতিতে ধেয়ে আসছে। দেশ দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা আরও সংকটাপন্ন।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আলোর গতিতে দৌড়াচ্ছে। গম আমদানি করা যাচ্ছে না, কারণ রপ্তানিকারক দেশ রপ্তানি বন্ধ করেছে। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে আটা কেনা অসম্ভব হবে সাধারণ মানুষের জন্য।’ উজানের পানি ও বাঁধ ভেঙে দেশের বিস্তৃত অঞ্চলের ধান তলিয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘কৃষক দিশাহারা হয়ে পড়েছে। পুরো জাতি আকুল উৎকণ্ঠায় দিনাতিপাত করছে।’ আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সংবাদমাধ্যমকে প্রথম টার্গেট করে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর