মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

এস কে সিনহার বড় ভাইকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিষয়ে তার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহাকে গতকাল দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নরেন্দ্র কুমার সিনহা সাংবাদিকদের বলেন, এস কে সিনহার সঙ্গে আমাদের পারিবারিক দূরত্ব ছিল আগে থেকেই। তার অপকর্ম সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম, কিন্তু পরিবারের সদস্য হওয়ায় আমরা চুপ ছিলাম। এর আগে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের ডাকে সাড়া দিয়ে নরেন্দ্রসহ তিনজন গতকাল কমিশনে হাজির হন। পরে দুপুর দেড়টায় তাদের দুদকের একটি মাইক্রোবাসে করে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তারা এস কে সিনহার বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানা গেছে। দুদকে আসা অন্য দুজন হলেন- শঙ্খজিৎ সিংহ ও ইঞ্জিনিয়ার সুজিত।

উল্লেখ্য, দুদক উত্তরায় প্লট জালিয়াতির ঘটনায় ২০২১ সালের ৭ অক্টোবর এস কে সিনহার বিরুদ্ধে ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর