মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্ণ হলো আজ। অর্থাৎ সুবর্ণজয়ন্তী। ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট আন্দোলনের উত্তরাধিকারের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিজয়কে সংহত করে সমাজতন্ত্রের পথে অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ওয়ার্কার্স পার্টি বহুধাবিভক্ত বিভিন্ন বাম কমিউনিস্ট গ্রুপকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করার প্রক্রিয়ায় ১৯৭২ সালের ১৭ মে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (লেনিনবাদী) নামে নিজেদের পুনর্গঠন করে। এ উপলক্ষে আজ বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান পার্টি কার্যালয়ের সামনে (৩১/এফ তোপখানা রোড) অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিসহ পলিটব্যুরো সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সব স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর