বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

সিলেটে পুলিশের ওপর জামায়াতের হামলা

ওসিসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুজনকে আটক করেছে। গতকাল দুপুর ২টার দিকে মহানগরের জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। জানা যায়, জোহরের নামাজের পর বন্দরবাজার আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীকে আটক করে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন।

জামায়াতের ৪৯ নেতা-কর্মী গ্রেফতার : নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রাম মহানগরে জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছেন কোতোয়ালি থানা জামায়াতের আমির ফরিদুল আলম, কোতোয়ালি থানা দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক নুরুল কবির, দফতর সম্পাদক এমদাদ উল্লাহ অন্যতম। সোমবার রাতে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার হোটেল আল বয়ান থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘একটি হোটেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাশকতামূলক গোপন বৈঠক করছেন- এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর