রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে ‘তালই-পুতরার’ ভোটযুদ্ধ

ইউপি নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

অষ্টম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছড়ি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন- ‘তালই পুতরাও’। নিকটাত্মীয়তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ভোটারের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাকের হোসেন চৌধুরী, বিএনপি-জামায়াত কানেকশন থেকে সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতার ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুর রহমান, মো. সোলায়মান, মুবিনুল হক, কবির আহমেদ, শাকের উল্লাহ, নুর মো. ফরহাদুল আলম চৌধুরী, তফাজ্জল হোসেন চৌধুরী। এদের মধ্যে সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুর রহমান পরস্পর তালই-পুতরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর