রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

সেনাবাহিনীর নেতৃত্বে বন্যাদুর্গতদের ত্রাণ দিতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। তিনি বলেন, ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট নগরীসহ সিলেট-সুনামগঞ্জের অধিকাংশ এলাকা বন্যা প্লাবিত। এখনো হু হু করে বাড়ছে বানের পানি। বন্যাদুর্গত এলাকার মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে কালাতিপাত করছে। বন্যাদুর্গতদের সাহায্যে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতার জন্য সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক ও মুহাম্মদ মুনতাসির আলীকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়। এ ছাড়া খেলাফত মজলিসের সর্বস্তরের নেতা-কর্মীকে সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর