রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

পর্দা নামল এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর

নিজস্ব প্রতিবেদক

বিপুল দর্শনার্থী সমাগমের মধ্য দিয়ে শেষ হলো ১৩তম এশিয়া ফার্মা ও এশিয়া ল্যাব এক্সপো। ১৯ মে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ওষুধশিল্পের সবচেয়ে বড় এ প্রদর্শনী শেষ হয় গতকাল সন্ধ্যায়। মেলায় বাংলাদেশসহ ২২ দেশের ওষুধশিল্প-সংশ্লিষ্ট ৩৫৬ কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে জড়ো হয় এক ছাতার নিচে। দেশি উদ্যোক্তাদের সঙ্গে ওষুধশিল্পের সর্বাধুনিক প্রযুক্তির পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড ও অ্যালিয়েন্ট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলায় দর্শনার্থী সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। তাঁরা বলছেন, করোনার কারণে গত বছর মেলাটি আয়োজন করা সম্ভব হয়নি। এজন্য মেলার প্রতি এ খাতের মানুষের আগ্রহ ছিল অনেক, যা দর্শনার্থী সমাগমে বোঝা গেছে। শুরুর দিনই প্রচুর দর্শনার্থী আসে। শেষ দুই দিন সরকারি ছুটি থাকায় দর্শনার্থী আরও বাড়ে। গতকাল বিকালে মেলার শেষ মুহূর্তে গিয়ে দেখা যায়, দর্শনার্থীতে মুখরিত মেলাপ্রাঙ্গণ। সহপাঠীদের নিয়ে মেলায় ঘুরতে আসা ফার্মাসি কোর্সের শিক্ষার্থী মাহমুদা তানহা বলেন, ‘আমাদের কলেজ থেকেই এ মেলায় আসতে বলা হয়েছে। কাজ থাকায় আগের দুই দিন আসা হয়নি। বইয়ে যা পড়ি, এখানে এসে সেগুলো সামনে থেকে দেখছি। আবার অনেক কিছু এখানে আছে, যা এখনো পড়িনি।’ মেলায় ওষুধশিল্পের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাঁচামাল, অত্যাধুনিক প্রযুক্তি, রাসায়নিক দ্রব্য, ওষুধ তৈরির যন্ত্রপাতি, কারখানা ব্যবস্থাপনার সরঞ্জামাদি, সফটওয়্যার, গবেষণার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি উপাদান ইত্যাদি নিয়ে হাজির হয় বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের নামিদামি কোম্পানি তাদের সবশেষ উদ্ধাবন তুলে ধরে মেলায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর