সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন বোলার্ড পুল টাগ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড

ব্যবহৃত হবে পায়রা বন্দরে মাদার ভেসেল নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন বোলার্ড পুল টাগ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড

খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে এ যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ৭০ টন বোলার্ড পুল টাগ বোট

দেশে এ যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি ৭০ টন বোলার্ড পুল টাগ বোট তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ টাগ বোটে অত্যাধুনিক মেশিনারি ও যন্ত্রপাতি সংযোজন করা হবে। পায়রা বন্দরে আগত মাদার ভেসেল নিয়ন্ত্রণ ও পরিচালনাসহ অগ্নিনির্বাপক এবং দুর্ঘটনাকালীন অন্য জাহাজের সহযোগিতায় টাগ বোট ব্যবহৃত হবে। শিপইয়ার্ড কর্মকর্তারা বলছেন, ৭০ টন বোলার্ড পুল টাগ বোট পায়রা বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে। একই সঙ্গে এটি খুলনা শিপইয়ার্ডের জাহাজ নির্মাণশিল্পের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর আগে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য ৬০ টন বোলার্ড টাগ তৈরি করেছে এ শিপইয়ার্ড। জানা যায়, নির্মিতব্য টাগ বোটের দৈর্ঘ্য ৩৭.৭০ মিটার, প্রস্থ ১১ মিটার। গতি ১২ নটিক্যাল মাইল। খুলনা শিপইয়ার্ডের ৬০ টন বোলার্ড টাগ ও হাই স্পিডবোট প্রজেক্টের প্রকৌশলী তুহিন গোলদার জানান, নির্মাণকাজ শুরু করা ৭০ টন বোলার্ড পুল টাগ বোট দুটি দেশে এ যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন টাগ বোট। এ ধরনের টাগ বোটের বিশেষত্ব হচ্ছে জাহাজের প্রয়োজনে তাকে সামনে-পেছনে, ডানে-বামে যে কোনো দিকে মুভ করানো যায়। এতে নেভিগেশন কমিউনিকেশন ইকুইপমেন্ট, ১৮৩৮ কিলোওয়াটের দুটি মেইন ইঞ্জিন, অ্যাজিমুথ স্টার্ন ড্রাইভ প্রোপালশন, ডেক ক্রেন, রেসকিউ বোট, এক্সটারনাল ফায়ার ফাইটিং সিস্টেম সুবিধা থাকবে। আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে এ নৌযান নির্মাণকাজের উদ্বোধন করা হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন। জানা যায়, বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড ৬৫ বছর আগে যাত্রা শুরু করে। নানা অব্যবস্থাপনায় আশির দশকের মাঝামাঝি লোকসানি   প্রতিষ্ঠানে পরিণত হয় শিপইয়ার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীতে হস্তান্তরের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে মৃতপ্রায় প্রতিষ্ঠানটি।

করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানটি ২০২০-২১ অর্থবছরে নিট মুনাফা অর্জন করেছে ৪৩.২২ কোটি টাকা। বিগত দিনে ৭৭৫টি জাহাজ নির্মাণ ও ২ হাজার ৩৬৩টি জাহাজ মেরামত করেছে খুলনা শিপইয়ার্ড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর