সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে মৃত্যু রিকশাচালকের

বিদ্যুতায়িত হয়ে আরেক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনকালে পাশ দিয়ে যাওয়ার সময় তা মাথায় পড়ে মারা যান আবদুর রশিদ (৫০) নামে এক রিকশাচালক। গতকাল দুপুরে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, প্রথমে গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক সূত্র জানায়, আবদুর রশিদ রিকশা চালিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি তার মাথায় পড়ে। রশিদের ছেলে ফরিদ বলেন, বিদ্যুতের খুঁটি বদল করা হচ্ছিল কিন্তু কোনো সেফটি ছিল না। সেফটি থাকলে আমার বাবা আজ বেঁচে যেতেন। এদিকে গতকাল দুপুরে পল্লবীর বাউনিয়া হাজী মার্কেটে গ্র্যান্ডিং মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রথমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর