সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা
খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য

প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর সাদা পোশাকে পুলিশি হামলা, আটক ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী পুলিশ প্রশাসনের নৈরাজ্য ও হয়রানি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

গতকাল বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সমাবেশে সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘অনেকে মনে করেছেন আমরা এই তপ্ত রোদে উত্তপ্ত। শেখ হাসিনা তুমি আমাদের হৃদয়ে আঘাত করেছ। আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করেছ। তাই আমরা উত্তপ্ত। কত রক্ত চাই তোমার? ছাত্রদল রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করো না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনে বেগম খালেদা জিয়ার কারণে তুমি দেশে আসতে পেরেছ। সেই বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করতে তোমার লাগে না। তুমি বিবেক বিবর্জিত একজন মানুষ। শেখ হাসিনা যদি সৎ সাহস থাকে তাহলে জাতীয়তাবাদী দল দরকার নেই, জাতীয়তাবাদী ছাত্রদলকে পারলে রাজনৈতিকভাবে মোকাবিলা করো। কিন্তু তুমি তা পারবে না। কারণ তোমার আচরণ কাপুরুষোচিত আচরণ। তুমি প্রশাসনের শক্তিকে অপব্যবহার করে আওয়ামী লীগের কাজে লাগাচ্ছো।’

রওনকুল ইসলাম শ্রাবণের ওপর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা ঘোষণা করো, কোথায় জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিহত করতে চাও। কথা দিচ্ছি সেখানেই ছাত্রদল তোমাদের প্রতিরোধ করবে। আটক নেতা-কর্মীদের মুক্তি দাও, পুলিশ দিয়ে হয়রানি বন্ধ করো। না হয় ছাত্রদল পাল্টা প্রতিরোধ করতে জানে।’

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের কলেজ শাখা ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর