বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতা ও আগামী কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। নির্যাতিত সাংবাদিক লন্ডনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এর সিলেট ব্যুরো প্রধান বাদী হয়ে মামলাটি করেন। গতকাল পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় হাবিবুর রহমান হাবিব ছাড়াও ছাত্রলীগের অজ্ঞাত আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ছাড়া এজহারনামীয় আসামিকে গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় মঈন উদ্দিন মঞ্জু ভিডিও চিত্র ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে পাঁচ-ছয়জন ক্যাডার মঞ্জুকে বেধড়ক পিটিয়ে আহত করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে সহকর্মী সাংবাদিকরা মঞ্জুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর