শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনা, ছাত্রী নির্যাতন, ছাত্রদল এবং সাংবাদিকদের ওপর হামলা ও সর্বশেষ সুপ্রিম কোর্ট চত্বরে ছাত্রলীগের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সিপিবি। গতকাল সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরও রাজনৈতিক সরকারগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে এক বধ্যভূমিতে রূপান্তরিত করেছে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ব্যাহত করেছে, ভিন্নমতের চর্চার সুযোগ সংকুচিত করেছে, হলগুলোতে তাদের সমর্থকরা দানবের ভূমিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালিয়ে আসছে। সংসদ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে।

সব সরকারের আমলে এগুলো ঘটলেও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রশাসন নগ্ন হয়ে সরকারি দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে। এর ফলে ক্যাম্পাসে সহাবস্থান নয়, একক কর্তৃত্ব পোক্ত হচ্ছে। আমরা এ অবস্থার অবসান চাই। আমরা সুপ্রিম কোর্টের ভিতরে সরকারি দলের তাণ্ডব সৃষ্টির নিন্দা করি। গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে তার নিরপেক্ষ তদন্ত, বিচার, প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্ব¡শীল ভূমিকা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর