শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

হিজড়াদের জন্য আইডি কার্ডের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ফেরি ও রাস্তায় হিজড়াদের উৎপাত  বেড়েছে বলে অভিযোগ আসছে। এ অবস্থায় হিজড়া সেজে কেউ যাতে উপদ্রব করতে না পারে সে জন্য ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া ব্যক্তিকে চিহ্নিত করে তাদের আইডি কার্ড প্রদানের সুপারিশ করেছ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশে মোট ১৩ হাজার হিজড়া রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও মাসিক ৬০০ টাকা বিশেষ ভাতা দেওয়া হচ্ছে। এ সময় কমিটির সদস্যরা বলেন, হিজড়াদের অভিযোগ, শিক্ষা, প্রশিক্ষণ, ভাতা কিছুই পাচ্ছে না তারা। তাহলে সমাজকল্যাণের এসব সাহায্য কোথায় কাদের দেওয়া হচ্ছে?

হিজড়াদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর