মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

২৬ মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল সরকার

বছরের প্রথম দিনে নতুন বই পায়নি শিক্ষার্থীরা

আকতারুজ্জামান

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার কথা সারা দেশের ছাত্র-ছাত্রীরা। কিন্তু এ বছরের প্রথম দিনে দেশের বেশির ভাগ স্থানে ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পায়নি। অনেক মুদ্রণ প্রতিষ্ঠান দরপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ করেনি। ফলে শিক্ষার্থীরাও বই পায়নি। এতে ব্যর্থ হয়েছে সরকারের বিনামূল্যে বই বিতরণের সফল কর্মসূচি। কোনো কোনো স্থানে নতুন বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। দরপত্রের শর্ত অনুযায়ী যথাসময়ে বই সরবরাহ না করায় ২৬ মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে পাঠ্যপুস্তকের দরপত্র অংশগ্রহণের জন্য বিভিন্ন মেয়াদে অযোগ্য ঘোষণা করেছে সরকার। আর নির্ধারিত সময়ের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ করতে না পারায় ছয়টি মুদ্রণ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে দরপত্রের শর্ত অনুযায়ী কার্যসম্পাদনের বিষয়ে অঙ্গীকারনামা দিতে বলা হয়েছে। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এমন সিদ্ধান্ত জারি জরেছে। এনসিটিবি সূত্র জানায়, পিপিআর রুলস অনুযায়ী, দরপত্রের শর্ত অনুযায়ী বই সরবরাহের নির্ধারিত সময়ের পরেও একটি মুদ্রণ প্রতিষ্ঠান সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বিলম্ব করতে পারে। তবে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য দশমিক শূন্য ১ শতাংশ হারে তাকে জরিমানা করা হয়। এটিও সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যায়। যারা ২৮ দিন পর্যন্ত বিলম্ব করেছে তাদের জরিমানার মধ্যে রাখা হয়েছে। এরপর যারা বিলম্ব করেছে তাদের বিভিন্ন মেয়াদে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এনসিটিবি কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া অঙ্গীকার ছিল সরকারের। কিন্তু বেশ কিছু মুদ্রণ প্রতিষ্ঠানের কারণে যথাসময়ে বই দেওয়া বিলম্ব হয়। তথ্যমতে, কালো তালিকাভুক্ত করে পাঁচ বছরের জন্য দরপত্রে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে অক্ষর বিন্যাস প্রেস অ্যান্ড পাবলিকেশন্সকে। এ প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ২০২২ সালের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহে ব্যর্থ হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ প্রতিষ্ঠানটি পাঁচ বছর দরপত্রে অংশগ্রহণ করতে পারবে না। একইভাবে পাঁচ বছরের জন্য দরপত্রে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্স, হক প্রিন্টার্স, মেসার্স নাজমুন নাহার প্রেস, আবুল প্রিন্টিং প্রেস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর