মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জেলা পরিষদের পূর্ণাঙ্গ পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে জন্য জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। গতকাল স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা অফিসের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, জেলা পরিষদের পরবর্তী পূর্ণাঙ্গ পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হলো। এ কমিটিতে জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকারের সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, সব উপজেলা নির্বাহী অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন। কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি পূর্ণাঙ্গ পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বিদ্যমান নীতিমালার আলোকে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

জেলা পরিষদের অধিক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই কমিটির সুপারিশ ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর