মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসা ইমানি দায়িত্ব : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সিলেটে বন্যায় অনেকের বাড়িঘর ভেঙে পড়েছে। ধান খেত তলিয়ে গেছে। মানুষের দুর্ভোগ চরমে। ক্ষতিগ্রস্ত মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসা ইমানি দায়িত্ব। দুঃখের বিষয় হলো বানবাসি মানুষের সাহায্যে সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। তিনি সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পাঠাতে ও তাদের ঘরবাড়ি তৈরি এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আজিজ, মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, গাজী মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা এমরান আলম, হাফেজ সিরাজ উদ্দীন, মাওলানা শফিকুল হক, হাফেজ আবদুল কাদের প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর