মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. রাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। অভিযুক্ত চালককে গ্রেফতারের চেষ্টাসহ মামলার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান। অপরদিকে দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৮ জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। অপর ১২ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। উল্লেখ্য, রবিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি নৈশ বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ১০ জন যাত্রী নিহত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর