মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বরিশালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা অপহরণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সাংবাদিক অপূর্ব অপুর ওপর রবিবার বিকালে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা তাকে অপহরণের চেষ্টা চালায়। মহানগরের শীতলাখোলার মল্লিক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

অপূর্ব অপু জানান, বিকাল সোয়া ৩টার দিকে ওই এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ওপর হামলা চালায়। অপু আত্মরক্ষার জন্য দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলে সামনের দিক থেকে আরেক সন্ত্রাসী তার গতি রোধ করে। এরপর তারা চার-পাঁচ জন মিলে অপুকে অপহরণের চেষ্টা করে। তবে লোকজন এগিয়ে আসায় অপহরণ চেষ্টা ব্যর্থ হয়। অপু জানান, তিনি ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেছেন। এরই জেরে তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

অপু ‘সময় সংবাদ’-এর বরিশাল ব্যুরোপ্রধান। এ ঘটনায় তিনি ওই রাতেই থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ থেকে হামলাকারীদের পরিচয় শনাক্ত করে। পুলিশ জানায়, হামলাকারীদের একজনের নাম জেহাদ হোসেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, থানার উপপরিদর্শক সাইদুল ইসলামকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর