বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ ৩৫ নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে ছাত্রদল- ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা-কর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করে ছাত্রলীগ। মামলার বাদী ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম।

মামলায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমানুল্লাহ আমানসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। আগাম জামিন চেয়ে আবেদন করে ছাত্রদলের নেতা-কর্মীরা। আদালত শুনানি নিয়ে এ জামিন দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর