শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

অবশেষে সন্ধানীর নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধ ছিল ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কার্যক্রম। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত হয়েছে। এতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রাফায়েত হোসেন সৌরভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিশিথ কুমার ম ল। বৃহস্পতিবার সংগঠনটির নিজস্ব ভবনে কেন্দ্রীয় পরিষদের নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন হাসিবুল হক হাসিব, এস এম মইনুল কবির ও বাদশাহ আলম। সহ-সাধারণ সম্পাদক সিয়াম সামস ও গৌরব বিশ্বাস। অর্থ সম্পাদক শহীদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী। কমিটির নির্বাচন ও সভায়  উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সদস্য ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সন্ধানীর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোশারফ হোসেন মুক্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. সিদ্দিকী জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল খায়ের মো. সালেক, অধ্যাপক মনসুর আহম্মদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক নীহার রঞ্জন রায়, বিএমআরসির পরিচালক মাহমুদুজ্জামান রিপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর