রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

মনোবল অটুট থাকলে বিনা যুদ্ধে জয়লাভ করা যাবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

মনোবল অটুট থাকলে বিনা যুদ্ধে জয়লাভ করা যাবে : গয়েশ্বর

আস্থা ও মনোবল অটুট থাকলে বিনা যুদ্ধে সরকারের বিরুদ্ধে জয়লাভ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা আবদুস সালাম, হুমায়ুন কবির খান প্রমুখ।

ক্ষমতাসীনদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকালেও সৈনিকরা জানত না একটু পরে পাকিস্তান আত্মসমর্পণ করতে যাচ্ছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির নেতা-কর্মীরাও জানত না এরশাদকে পদত্যাগ করতে হবে। আজকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিচের দিকের নেতা-কর্মীদের যে আস্ফালন তা দেখে মনে হচ্ছে তারাও জানেন না তাদের নেত্রী কখন পদত্যাগ করবেন। তিনি আরও বলেন, যত টাকা ধার করে উন্নয়নের নামে যার সিংহভাগ পাচার করা হয়েছে, সেই ধারের টাকার সুদ দিতে হবে দুই বছর পরে। সুদের টাকা এ সরকারের পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না। এ কারণে জিনিসপত্রের দাম কমানো যাবে না, মানুষের হাহাকার এবং অভাব-অনটন দেখা দিয়েছে। এটা তীব্র থেকে তীব্রতর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর